ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সৌরভের দাদাগিরির চ্যানেল পাল্টেছে

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ২৪ এপ্রিল ২০২৫

সৌরভের দাদাগিরির চ্যানেল পাল্টেছে

‘জি বাংলায় আমাকে আর দেখা যাবে না। এবার আমি স্টার জলসার ওখানেই ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’ দুটোই সঞ্চালনা করব’ বললেন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি সিজনের পর সিজন এগিয়েছে ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাত ধরে। আগামীতেও এই শোয়ের সঞ্চালনার ভার সৌরভের হাতে থাকলেও বদলেছে চ্যানেল। সৌরভ গাঙ্গুলী ভারতের এ গণমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে কলকাতার বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার পরিবর্তে স্টার জলসায় এই শোটি হবে। তবে কেবল দাদাগিরিতে নয়, আরেকটি রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনার ভারও পড়েছে সাবেক এই ক্রিকেটারের কাঁধে।
একই চ্যানেলে দুটি শো একসঙ্গে সামলাবেন কি করে জানতে চাইলে সৌরভ বলেন, দাদাগিরির ধরন বদলাতে চলেছে। স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো অনুষ্ঠান অন্য রকমভাবে পরিবেশন করতে চান তারা। পাশাপাশি, জনপ্রিয় শো বিগ বসও আনতে চান তারা। তার সঞ্চালক হিসেবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভালো লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম। একেকটি শোয়ের জন্য ১৭ দিন সময় রাখা হয়েছে। দুটি শো মিলিয়ে ৩৪ দিন সময় দেবেন বলে জানিয়েছেন সৌরভ।

প্যানেল

×