
শবনম বুবলী
শুধু সিনেমাতেই নয় বিজ্ঞাপনেও নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন এই সময়ের সবচেয়ে ব্যস্ততম ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ২০১৮ সালে তিনি প্রথম সনক মিত্রের পরিচালনায় তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। দীর্ঘ আট বছর পর একই প্রতিষ্ঠানের একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তিব্বত লাক্সারী সোপের প্রচারণা পৌঁছে দিতে আবারও বুবলীকে নিয়েই নতুন বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। সনক মিত্র এবং তার পুরো টিমই দেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, বিশে^র বিভিন্ন দেশের তারকাশিল্পীরা অভিনয়ের পাশাপাশি তারা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আমার দেশের তারকাদের ক্ষেত্রেও ঠিক তাই। তবে এটা সত্যি যে আমি যে পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি, কাজ করার আগে পণ্যের গুণগতমান জেনে বুঝেই কাজ করি। কারণ, একজন শিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা আছে। পণ্য সম্পর্কে সব জেনে শুনেই তা আমি দর্শকের সামনে উপস্থাপন করি। আর তিব্বত লাক্সারী সোপ সম্পর্কে দর্শক বা ক্রেতা আগে থেকেই জানেন। তাই আবারও বেশ আগ্রহ নিয়েই আমি এর প্রচারণার বিজ্ঞাপনে মডেল হয়েছি। সত্যি বলতে কী তিব্বতের বিজ্ঞাপন খুব সুন্দর হয়, কেমন যেন একটা শুভ্র শুভ্র বিষয় থাকে।