ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সৌন্দর্য সচেতনতায় সোনিয়া

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ৩ মার্চ ২০২৫

সৌন্দর্য সচেতনতায় সোনিয়া

সোনিয়া খান

প্রতিথযশা বিউটি এক্সপার্ট, মেকাপ আর্টিস্ট ও ট্রেনার সোনিয়া খান। ২০০৮ সাল থেকে তিনি রাজধানীর রামপুরাতে প্রিটি লেডি বাই সোনিয়া খান পরিচালনা করে আসছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি রাজধানীর নিকেতনে নিয়ে আসা হয়েছে। তারকাদের কাছেও সৌন্দর্য চর্চায় বেশ বিশ^স্ততা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একজন বিউটি এক্সপার্ট, মেকাপ আর্টিস্ট ও ট্রেনার হিসেব এগিয়ে চলা প্রসঙ্গে সোনিয়া খান বলেন, একজন সৌন্দর্য সচেতন নারী হিসেবে আজ থেকে প্রায় দেড় যুগ আগে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও আমার এখানে সার্ভিস নিতে আসেন। প্রতিনিয়তই আমি এই শিল্পে নিজেকে আরও আপডেট করার চেষ্টা করি। শুধু যে সৌন্দর্য চর্চায় নিজেকে নিয়োজিত রাখি বিষয়টা এমন নয়। আমার শেখা কাজ আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে একজন বিউটি এক্সপার্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত ট্রেনিংয়ে অংশ নেই। একটা সময় অভিনয় করারও প্রস্তাব ছিল। কিন্তু পরিবারের সম্মতি ছিল না বিধায় করা হলো না। তবে আমি আমার কাজে নিজেকে আরও বহুদূর নিয়ে যেতে চাই। সোনিয়া খান জানান, তার প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে তার কাছে সার্ভিস নিতে এসেছেন প্রজন্মের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম, মডেল রুমা, মডেল অভিনেত্রী রুনা খান, ইনফ্লুয়েন্সার বারিশা হক’সহ অনেকেই।

×