ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

“ভ্রু প্লাগ করা হারাম, এখন কয়জন মানুষ আছে যারা ভ্রু প্লাগ করে না?

প্রকাশিত: ১৯:৩২, ১৪ ডিসেম্বর ২০২৪

“ভ্রু প্লাগ করা হারাম, এখন কয়জন মানুষ আছে যারা ভ্রু প্লাগ করে না?

মিয়ামি

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগদান করেন ডঃ মিয়ামি, সেখানে তাকে প্রশ্ন করা হয় ভ্রু প্লাক করা হারাম নাকি হালাল? সেই প্রশ্নের উত্তরে মিয়ামি বলেন দেখুন বর্তমানে আপনি কজন খুঁজে পাবেন যারা ভ্রু প্লাগ না করে থাকেন।

তিনি আরো বলেন ধর্মীয় কোন ব্যাপার নিয়ে আমি কথা বলবো না হারাম কি হালাল সে বিষয়ে আমি যাব না।

মিয়ামি বলেন আমরা যেটা করি সবাই হয়তো ভাবে যে আমরা শুধু বোটক্স ফিলিং এগুলো নিয়ে থাকি। কিন্তু না আমরা আরো নানান ধরনের কাজ করে থাকি। সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। 

আমরা কিন্তু স্কিন ডিজিজ নিয়ে কাজ করি কিন্তু সেই বিষয় নিয়ে কোন আলোচনা নেই। ডঃ মিয়ামি বলেন নিজের কাছে নিজের সন্তুষ্টি থাকাটা জরুরি।

আমি কি চাই আমি কিভাবে থাকতে চাই সে ব্যাপারটা যদি আমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে সেটা করা কোন দোষের কিছু নয় নিজের সন্তুষ্টি বড় বিষয়

আর কে

×