ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মিলন কান্তি দের আত্মজীবনী

‘আমি যে এক যাত্রাওয়ালা’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ৭ ডিসেম্বর ২০২৪

‘আমি যে এক যাত্রাওয়ালা’

দেশের খ্যাতিমান যাত্রানট মিলন কান্তি দে। ধ্বংসপ্রায় যাত্রা শিল্পকে উন্নয়নের দোরগোড়ায় নেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। হাল ধরেছেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের। ঐতিহ্যবাহী এই শিল্পকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এটা নিয়ে ভাবতে ভাবতে জীবনের কতটা বছর যে ভাটিতে নেমে এসেছে তিনি নিজেও যেন এটা জানেন না। জীবনের শেষ প্রান্তে এসে তাই লিখলেন নিজের আত্মজীবনী। ‘আমি যে এক যাত্রাওয়ালা’ নামের এ বইটিতে যাত্রা শিল্পকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে চিনেছেন, একজন নিবেদিত যাত্রাশিল্পী হয়ে নিজেকে এর মধ্যে যেভাবে বিলিয়ে দিয়েছেন সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি স্বমহিমায় উজ্জ্বল, যাত্রাশিল্পের জীবন্ত কিংবদন্তি। ৬০ বছরের বিশাল বিচিত্র জীবনের বর্ণময় ছন্দময় স্মৃতিচারণা নিয়ে লিখেছেন অসাধারণ এক আত্মজীবনী।
মিলন কান্তি দের কথায়, ১৯৬৬ সালে ১৮ বছরের যৌবন নিয়ে যাত্রার রথে উঠে চেপেছিলেন তিনি। সেই থেকে বিরতিহীন যাত্রাপরিক্রমা তার। একাধারে অভিনেতা-নির্দেশক-পালাকার-সংগঠক-বিভিন্ন বলয়ে মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তৈরি করেছেন যাত্রা সাংবাদিকতার ক্ষেত্রও। ভূষিত হয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং শিল্পকলা একাডেমির বিশেষ যাত্রাব্যক্তিত্বসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের নানামাত্রিক সম্মাননায়। যাত্রাশিল্পীদের বেঁচে থাকার জীবন-পণ লড়াই, রাজপথে সংগ্রাম আন্দোলন, মুক্তিযুদ্ধে লেখকের দুর্লভ অভিজ্ঞতা, যাত্রাজগতে দেওয়াল পত্রিকা বের করা, যাত্রা দলের ছেলে-মেয়েদের নিয়ে যাত্রার পাঠশালা খোলা-এসবই উঠে এসেছে এই আত্মজীবনীতে। স্ব^নামধন্য দুই বিখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাস ও তুষার দাশগুপ্তের বর্ণাঢ্য অভিনয় জীবন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদের সঙ্গে লেখকের সান্নিধ্য ও স্মৃতিকথাও স্থান পেয়েছে এই বইতে।
ভূমিকা লিখেছেন বাংলা একাডেমি ও নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের সাবেক পরিচালক, কবি, প্রাবন্ধিক, গবেষক ড. আমিনুর রহমান সুলতান। তিনি বলেন, পড়ন্ত বিকেলে যাত্রাশিল্পের সারকথা আত্মজীবনী : ‘আমি যে এক যাত্রাওয়ালা’ প্রতিটি পৃষ্ঠায় ব্যক্ত হয়েছে রসেরও যে একটি রূপ আছে- তা সৃষ্টির মধ্য দিয়ে। এতে ৬টি অধ্যায়ে ২৮টি বিষয়বস্তু যুক্ত হয়েছে।

×