ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

শিক্ষার্থীদের সেভ করতে বললেন আয়মান সাদিক

প্রকাশিত: ১৫:৩১, ১৮ জুলাই ২০২৪; আপডেট: ১৫:৩৩, ১৮ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের সেভ করতে বললেন আয়মান সাদিক

আয়মান সাদিক। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

এই পরিস্থিতে থেমে নেই তারকাদের ফেসবুক টাইমলাইন। সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা। এবার নতুন করে পোস্ট দিলেন আয়মান সাদিক।

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ফলাও করে কিছু না বললেও তার টুকটাক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তিনি রয়েছেন।

এবার ফেসবুকে কালো ব্যানার শেয়ার করে তিনি লিখেছেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’
 
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব নজর এখন শিক্ষার্থীদের দিকে।’

আয়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

 এসআর

×