ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

চন্দ্রকলা পদক পেলেন হৃদয়

সংস্কৃতি প্রদিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ১১ জুলাই ২০২৪

চন্দ্রকলা পদক পেলেন হৃদয়

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়

‘মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য’ স্লোগানে চন্দ্রকলা থিয়েটার পদক ২০২৪ প্রদান ও  ‘আজব বাক্স’ নাটকের ৩০০ তম প্রদর্শনী হয় সম্প্রতি। এবারের চন্দ্রকলা পদক ২০২৪ পেয়েছেন সাংবাদিক, নাট্যকার, নির্দেশক, কবি ও অভিনেতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। তার হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি  অভিনয় শিল্পী সংঘের সভাপতি -আহসান হাবিব নাসিম ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্যকার ড. চঞ্চল সৈকত, সাবেক ফুটবলার ও কোচ খুশি চাকমা, তপন মজুমদার, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আজাদ, বাবুরাম দা, সভাপতি - আদী ঢাকা সাংস্কৃতিক জোট, দনিয়া পাঠাগারের সভাপতি - মো: শাহনেওয়াজ, এইচ আর অনিক  - সাধারণ সম্পাদক  দনিয়া সাংস্কৃতিক জোট সহ প্রায় ২৭ টি দলের দলপ্রধানগন। পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন জাহাঙ্গীর আলম হৃদয় - চন্দ্রকলা থিয়েটার সহ সকল সাংস্কৃতিক সংগঠন , নাট্যকর্মী, গণমাধ্যম কর্মীদের তার সম্মাননা পদক উৎসর্গ করেন এবং চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সামনে দেশের গ-ি পেরিয়ে ও প্রবাসে নাট্য চর্চার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি  সুস্থ ধারার মঞ্চ নাট্যচর্চার  মাধ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

×