সেলিব্রেটি ক্রিকেট লিগ
দিন কয়েক বাকি, শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এর মধ্যে শুরু হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। আর প্রথম ম্যাচে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দলকে হারিয়ে ম্যাচ জিতেছে গিয়াসউদ্দিন লাভলুর টিম।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রথম ম্যাচ হয়। এতে সালাহউদ্দিন লাভলুর দল স্বপ্নধারা এনিমিস ২ উইকেট হারিয়ে তুলে নেয় ৯৬ রান। প্রতিপক্ষ এসজিএল ক্রেজি ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ৭৬ রান করতে সক্ষম হয়। ফলে ২০ রানে জিতে যায় স্বপ্নধারা।
‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’—স্লোগানে মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এখন চলছে দ্বিতীয় ম্যাচ। যেখানে রায়হান রাফীর টিমের সঙ্গে লড়ছে মুহম্মদ মোস্তফা কামাল রাজের দল।
‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এর আট দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতিটি দলের জন্য মেন্টর হিসেবে একজন করে জাতীয় সাবেক ক্রিকেটার থাকছেন।
এর মধ্যে আছেন মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদের মতো সফল ক্রিকেটার। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। এর মধ্যে আটজন মাঠে খেলবেন।
তারকাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, ইরফান সাজ্জাদ, সামিয়া অথৈ, পিন্টু ঘোষ, জাকিয়া বারী মম, মন্দিরা চক্রবর্তী, তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, আরফিন রুমি, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, পরীমনি, ববি হক, সাইমন সাদিক, প্রার্থনা ফারদিন দীঘি, নিলয় আলমগীর, জান্নাতুল ফেরদৌস হিমি, ইয়াশ রোহান, বাপ্পী চৌধুরী, সালহা খানম নাদিয়া, মনোজ প্রামাণিক, এ বি এম সুমন, টয়া, পারসা ইভানা, জিয়াউল রোশান, সুনেরাহ বিনতে কামাল, রাফিয়াত রশিদ মিথিলা, সাফা কবির, খায়রুল বাসার, মাশা ইসলাম, তানযীর তুহিন, সজল, তানিয়া বৃষ্টি, জেসিয়া ইসলামসহ অনেকে।
এস