ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা একে অপরের জন্য কিছু কিনি না: দিব্যাঙ্কা

প্রকাশিত: ১৭:২২, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৩, ৩০ এপ্রিল ২০২৫

আমরা একে অপরের জন্য কিছু কিনি না: দিব্যাঙ্কা

ছবি: সংগৃহীত

এই অক্ষয় তৃতীয়ায় একদিকে যেমন সোনার আংটি কেনার পরিকল্পনা করছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী দাহিয়া, তেমনই শুরু করছেন একটি নতুন পেশাগত প্রকল্পও। তবে দিব্যাঙ্কা জানালেন, তিনি ও স্বামী বিবেক কখনও একে অপরের জন্য উপহার কেনেন না—বরং একসঙ্গে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন।

অক্ষয় তৃতীয়ার আসল অর্থই হল নতুন শুরুর জন্য একটি শুভ দিন। তবে দিব্যাঙ্কার কাছে এর আবেগের মূল্য অনেক বেশি। তিনি বলেন, “আমার কাছে অক্ষয় তৃতীয়া মানে আবেগ এবং এমন বিনিয়োগ যা প্রবৃদ্ধি এবং ইতিবাচকতার প্রতীক। কেনাকাটার আকার বড় হওয়ার দরকার নেই—এটি হতে পারে একটি ছোট সোনার টুকরো, কিছু স্টক, বা বাড়িতে একটি গাছের চারা লাগানো। এটি যেকোনো কিছু হতে পারে যা প্রবৃদ্ধির প্রতীক।”এই বছর দিব্যাঙ্কা একটি বিশেষ উপায়ে উৎসবকে স্বাগত জানাবেন: “আমি একটি সোনার আংটি কিনব, যাতে রত্ন বসানো থাকবে, এবং সেটি আমার কুণ্ডলী অনুযায়ী নির্বাচন করা হয়েছে। একইসঙ্গে, আমি পেশাগতভাবে নতুন একটি প্রকল্প শুরু করছি। তাই একভাবে বললে, পেশাগত জীবনে একটি নতুন বীজ বপন করছি।”

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “আমার প্রিয় অক্ষয় তৃতীয়া স্মৃতিগুলোর একটি হল, প্রতি বছর প্রায় বাবার সঙ্গে ভোপালের একটি ছোট জুয়েলারি দোকানে যাওয়া। আমাদের বড় বাজেট ছিল না, কিন্তু বাবা জোর করতেন যেন কিছু না কিছু কেনা হয়—হয়তো একটি রূপোর মুদ্রা বা ছোট একটি সোনার লকেট। বিষয়টা ছিল ঐতিহ্য এবং একসাথে থাকার, দামের নয়।” 

জিজ্ঞেস করলে তাঁর সবচেয়ে বিশেষ অক্ষয় তৃতীয়া কেনাকাটার স্মৃতি কী, দিব্যাঙ্কা বলেন, “একবার মা ও আমি একসঙ্গে আমার জন্য একটি নাকের আংটি কিনেছিলাম। মা'র হাত ধরে আমি তখন নাক ফুটিয়েছিলাম এবং একটি ধারাবাহিকে সেই আংটিটিই পরেছিলাম। এটি আমার কাছে খুব আবেগপূর্ণ।” তেমনই বিশেষ ছিল তাঁর প্রথম অক্ষয় তৃতীয়া উপহার তাঁর বাবা-মায়ের জন্য। “আমার প্রথম ধারাবাহিক থেকে উপার্জন শুরু করার পর, আমি বাবা-মায়ের জন্য ছোট্ট একটি রূপার লক্ষ্মী-গণেশের মূর্তি কিনেছিলাম। সেটি এখনও আমাদের বাড়ির মন্দিরে রয়েছে,” বললেন তিনি।

তাহলে স্বামী বিবেক দাহিয়া কি তাঁকে অক্ষয় তৃতীয়ায় উপহার দেন? দিব্যাঙ্কা বলেন, “আমরা একে অপরের জন্য কিছু কিনি না। বরং একসঙ্গে বিনিয়োগ করি এবং সেই প্রবৃদ্ধিকে উপভোগ করি।”

সূত্র: https://shorturl.at/elBhD

মিরাজ খান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার