
ছবিঃ সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং সেট থেকে ফাঁস হওয়া নতুন লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চুল ছোট, মুখভর্তি দাঁড়ি, কমলা রঙয়ের শার্ট ও গম্ভীর চেহারায় শাকিবের এই নতুন রূপ ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।
তবে পরিচালক রায়হান রাফী শুটিং শেষ হওয়ার আগেই লাইম লাইটে আনতে চাননি তাণ্ডবকে। এ কারণে রেখেছিলেন কড়া নিরাপত্তা। তারপরও দর্শকের আগ্রহের মুখে আড়াল করা আর সম্ভব হলো না। অল্প সময়ের ব্যবধানে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে।
আসন্ন ঈদে মুক্তির জন্য নির্মাণ হচ্ছে তাণ্ডব। এ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এছাড়া বিশেষ একটি চরিত্রে জয়া আহসানকে দেখা যেতে পারে বলে জানা গেছে। অন্যদিকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে আফরান নিশো অথবা শরিফুল রাজকে।
তাণ্ডব সিনেমাটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে, এবং প্রযোজক হিসেবে আছেন, তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল। আসন্ন কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরশি