ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কেবল মনে হচ্ছে দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিন দিন!

প্রকাশিত: ২০:১২, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১২, ২৯ এপ্রিল ২০২৫

কেবল মনে হচ্ছে দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিন দিন!

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সম্প্রতি বড় পর্দায়ও অভিষেক করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি বজায় রাখেন। গত সরকারের আমলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি বিবেচনায় তিনি আর কর্মস্থলে উপস্থিত হননি।

এরপর ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের নিয়োগের পর জ্যোতি কর্মস্থলে উপস্থিত হন। কিন্তু সহকর্মীদের ক্ষোভের মুখে তাকে অফিস ত্যাগ করতে হয়। এরপর ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ফেসবুকে তিনি এই বিষয়ে একটি পোস্ট করে লেখেন, “এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।” তিনি আরও লেখেন, “আজ (১ অক্টোবর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।” 

জ্যোতি ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট চেয়েছিলেন। তিনি দলের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। শিল্পকলা একাডেমিতে যোগদানের পর তিনি “আলো আসবেই” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন, যেখানে তিনি ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। এ কারণে একাডেমির কর্মীদের একটি অংশ তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি বজায় রাখেন জ্যোতিকা জ্যোতি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মতামত প্রকাশ করেন।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার