
ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনে থাকা কাপড় ছিঁড়ে ফেলা হয়। আজ মঙ্গলবার রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে রমনা থানায় হস্তান্তর করা হয়। রমনা থানা-পুলিশ জানায়, অভিনেতা সিদ্দিকুর রহমানকে কিছু লোক ধরে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।
আজ বিকেলে সিদ্দিকুরকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ছয়-সাতজন লোক সিদ্দিকুর রহমানকে ধরে ফুটপাত দিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর পরনে থাকা কাপড় ছেঁড়া দেখা যায়। এ সময় তাঁকে মারধর করা হয়।
ভিডিওতে শোনা যায়, সিদ্দিক আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী আন্দোলনে সে সরাসরি ছাত্রদের বিপক্ষে ছিল। তাঁকে আইনের হাতে তুলে দেওয়া হবে। সিদ্দিককে থানায় সোপর্দ করা হবে। সিদ্দিক ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। অভিনেতা আর যা-ই হোক, আওয়ামী লীগের দোসরদের বাংলার জমিনে বিচার হবেই। আওয়ামী লীগের আস্তানা এই বাংলার মাটিতে হবে না।
সিদ্দিকুর রহমান অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে তিনি তা পাননি।
শহীদ