
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর একাধিক ভিডিওতে দেখা যায়, সিদ্দিক নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে স্লোগান দিতে দিতে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে তার গায়ের কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং তাকে থানায় সোপর্দ করার সময় উপস্থিত ব্যক্তিরা স্লোগান দিতে থাকেন।
ভিডিওতে একজন ধারাভাষ্যকার বলছিলেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।” তবে, সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্দিক, যিনি অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
শিহাব