ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও ভাবনাসহ ১৭ শিল্পীর নামে মামলা

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ এপ্রিল ২০২৫

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও ভাবনাসহ ১৭ শিল্পীর নামে মামলা

ছবি: সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত এক ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী এনামুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারশ ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অভিযুক্ত তারকাসহ অনেকে ওই আন্দোলন দমন করতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছেন। এ সময় আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন।

আসামিদের মধ্যে রয়েছেন—চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, জায়েদ খান, সাইমন সাদিক ও আজিজুল হাকিমসহ আরও কয়েকজন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলাটি নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।

সায়মা ইসলাম

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার