ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিজেপিতে যোগ দিচ্ছেন প্রীতি জিনতা?

প্রকাশিত: ১৬:২০, ২৯ এপ্রিল ২০২৫

বিজেপিতে যোগ দিচ্ছেন প্রীতি জিনতা?

ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারি মাসে কেরালা কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিযোগ তোলা হয় যে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বিজেপির হাতে তুলে দিয়েছেন এবং এর বদলে তার ১৮ কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রীতি জিন্টা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি নিজেই আমার সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট পরিচালনা করি এবং ভুয়া খবর প্রচার করার জন্য আপনাদের লজ্জা করা উচিত!” তিনি আরও বলেন, “কেউ আমার জন্য কোনো ঋণ মওকুফ করেনি। আমি হতবাক যে একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া খবর প্রচার করছে।” 

তিনি স্পষ্টভাবে জানান যে, “১০ বছর বা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি হবে না।” 

এদিকে, কেরালা কংগ্রেস তাদের অভিযোগের পক্ষে মিডিয়া রিপোর্টের উল্লেখ করে বলেন, “যদি রিপোর্ট ভুল হয়, তাহলে প্রীতি জিন্টা যেন প্রমাণ দিয়ে বিষয়টি পরিষ্কার করেন এবং ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বলেন।”

এই পরিস্থিতিতে, প্রীতি জিন্টা তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট পরিচালনার বিষয়ে কেরালা কংগ্রেসের মন্তব্যের জবাবে বলেন, “ভালো লাগছে যে আপনি জানলেন আমি আমার অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করি, অন্যদের মতো নয় যারা তাদের অ্যাকাউন্ট আইটি সেলের হাতে তুলে দেন।” (Preity Zinta vs Kerala Congress over Rs 18 cr loan write-off - Rediff.com India News)

এই বিতর্কের পর, প্রীতি জিন্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা করছেন না এবং তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে তার নিজের।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার