
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ আরও ১৩ জন শিল্পীকে আসামি করা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানাধীন এলাকায় ঘটে যাওয়া এক হত্যাচেষ্টা মামলায় এই শিল্পীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী এনামুল হক ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করেছেন। এ সময় বাদীকে গুলি করে ডান পায়ে আঘাত করা হয়, ফলে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
ভাটারা থানার ওসি জানান, মামলার কার্যক্রম আইনি প্রক্রিয়া অনুযায়ী চলমান রয়েছে।
শিহাব