
ছবিঃ সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ শুধু একটি বিলাসবহুল প্রাসাদ নয়, এটি ভালোবাসা, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের প্রতীক। নব্বইয়ের দশকের শেষভাগে, বলিউডে তারকা খ্যাতি পাওয়ার আগেই স্ত্রী গৌরিকে দেওয়া একটি প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে গিয়ে শাহরুখকে পেরোতে হয়েছে নানা বাধা।
বন্ধ্রার সমুদ্রতটে হেঁটে বেড়ানোর সময় একটি পুরোনো ভিলা দেখে গৌরিকে বলেছিলেন, ‘একদিন এই বাড়িটা কিনব।’ সে সময় বাড়িটির মালিক ছিলেন বাই খোরশেদ ভানু সাঞ্জানা ট্রাস্ট।
এ বিষয়ে পরিচালক আজিজ মির্জা জানান, সে সময় শাহরুখ আমার বাড়িতে থাকত। আমি দেখেছি কীভাবে ও আর গৌরি স্বপ্ন দেখত। ২০০১ সালে প্রায় ১৩ কোটি টাকায় শাহরুখ বাড়িটি কিনে নেন এবং পরে এর নাম রাখেন ‘মান্নাত’— যার অর্থ ‘মনের বাসনা’।
এই বাড়িটি কিনতে গিয়ে শাহরুখকে শুধু অর্থনৈতিকভাবেই নয়, আইনি জটিলতার মধ্য দিয়েও যেতে হয়। প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন সম্পত্তিগত জটিলতা, নকশা ও অনুমোদনের সমস্যার মধ্যে দিয়েও তিনি পিছু হটেননি।
শাহরুখ জানিয়েছেন, ‘আমরা বাড়িটা কিনলেও ভেতরে কিছুই ছিল না। টাকা ফুরিয়ে গিয়েছিল। পরে আমি গৌরিকে বলি, তুমি নিজেই বাড়িটার ডিজাইন করো।’ এভাবেই গৌরি খান হয়ে ওঠেন একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার।
বর্তমানে ‘মান্নাত’-এর মূল্য ২০০ কোটিরও বেশি, এবং এটি মুম্বাইয়ের এক আইকনিক ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। ভক্তরা প্রতিদিন এর সামনে ভিড় করেন শুধুমাত্র শাহরুখের একটি ঝলক পাওয়ার আশায়। তবে বর্তমানে বাড়িটির সংস্কারের কারণে বর্তমানে শাহরুখ ও গৌরি বন্ধ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন, যার ভাড়া প্রতি মাসে ২৪ লাখ টাকা।
‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয়, বরং একটি স্বপ্নের প্রতীক—যেখানে ভালোবাসা, প্রতিশ্রুতি ও অধ্যবসায়ের মিশেল রয়েছে। শাহরুখ প্রমাণ করেছেন, যারা সত্যিকারের চেষ্টায় স্বপ্ন দেখতে জানেন, তাদের জন্য কিছুই অসম্ভব নয়।
সূত্রঃ দ্য ইকোনোমিক টাইমস
আরশি