ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মিথিলা-সৃজিতের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন

প্রকাশিত: ০০:১০, ২৯ এপ্রিল ২০২৫

মিথিলা-সৃজিতের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন

ছবি: সংগৃহীত

ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় রাফিয়াত রশিদ মিথিলা। টিভি নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনয়ের ঝলক নজর কেড়েছে দর্শকদের। সর্বশেষ ‘কাজলরেখা’ সিনেমায় বড় পর্দায় দেখা গেছে তাকে। এ ছাড়া গত ঈদুল ফিতরে ওটিটির জনপ্রিয় সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় মৌসুমেও দারুণ প্রশংসিত হন তিনি।

তবে অভিনয়ের সাফল্যের পাশাপাশি মিথিলার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে নানা আলোচনা। বিশেষ করে তার দ্বিতীয় সংসার ঘিরে ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে।

মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২০০৬ সালে তাদের বিয়ে এবং ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে সম্প্রতি কলকাতার গণমাধ্যমগুলো বলছে, সৃজিত নাকি আবারও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছেন, যার ফলে দাম্পত্য সম্পর্কে এসেছে টানাপড়েন।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সৃজিতের জীবনে এখন আরেক নতুন নারীর আবির্ভাব ঘটেছে। সম্প্রতি আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, সৃজিত তার দাম্পত্যের বাইরে নতুন সম্পর্কে জড়িয়েছেন।

তবে প্রেমের কথা সরাসরি অস্বীকার করেছেন সৃজিত। তিনি জানান, আলেকজান্দ্রা তার কেবল ভালো বন্ধু এবং তাদের মধ্যে নতুন কোনো সিনেমা প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, যদিও এখনো নির্দিষ্ট কোনো চরিত্রের কথা ভাবা হয়নি।

তবুও, নেটিজেনদের একাংশ সৃজিতের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের ধারণা, সম্পর্কের এই নতুন গুঞ্জন সত্যিই হতে পারে। অতীতে অনেক নারীতে আসক্তির ইতিহাস রয়েছে বলে, মিথিলার সঙ্গে গাঁটছড়া বাঁধার পরও কি সৃজিত আবার অন্য কারও প্রতি ঝুঁকছেন — এমন প্রশ্ন উঠছে দর্শক মহলে।

যদিও এখন পর্যন্ত মিথিলা কিংবা সৃজিত কেউই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তাদের সংসারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে পুরোদমে।

এসএফ 

×