
ছবি: সংগৃহীত
টিনসেল টাউনের অন্দরের কেচ্ছা নিয়ে সর্বদাই সরগরম বি-টাউন৷ একাধিক পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ৷ সেই তালিকায় বেশ উপরের স্থানেই রয়েছেন পরিচালক সাজিদ খান৷ একাধিক বার যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে সাজিদের৷ সম্প্রতি পরিচালককে নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা ফাঁস করলেন অভিনেত্রী নবীনা বোলে৷
‘ইশকবাজ’ এবং ‘মিলে জব হাম তুম’-এর মতো শো-তে তার ভূমিকার জন্য পরিচিত নবীনা বোলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের সঙ্গে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা খুলে বলেছেন। শুভজিত ঘোষের ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, নবীনা অভিযোগ প্রকাশ করে বলেছেন যে কীভাবে সাজিদ তাকে তার বাড়িতে ডেকে “তার পোশাক খুলতে” বলেছিলেন।
ইশকবাজ অভিনেত্রী সাজিদকে একজন “ভয়ানক পুরুষ” হিসাবে বর্ণনা করেছেন এবং স্মরণ করেছেন যে কীভাবে তিনি এবং ইন্ডাস্ট্রির অন্যান্যরা মহিলাদের অসম্মান করেছিলেন।
শহীদ