
ছবি: সংগৃহীত
পহেলগামে হামলায় শোকস্তব্ধ গোটা ভারত। বেদনার্ত বলিউড তারকারাও। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার এ ঘটনা সামাজিক মাধ্যমে পোস্ট করায় গ্রেফতার হলেন ভোজপুরি লোকসংগীতশিল্পী নেহা সিং রাঠোর।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রদোহিতার অভিযোগ দায়ের হয়েছে গায়িকার বিরুদ্ধে। অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি এই গায়িকার বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জ থানার দ্বারস্থ হন। তাঁর দাবি, সম্প্রতি এক্স হ্যান্ডেলে নেহা সিং রাঠোর একটি আপত্তিকর পোস্ট করেছেন। ওই পোস্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতে সৌভ্রাতৃত্ব বিঘ্নিত হতে পারে।
প্রতাপ সিং বলেন, ‘ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে কবি-গায়িকা নেহা সিং রাঠোর তার এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যা জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে।
তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’ গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০।
শহীদ