ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রথম একক অভিনয়ে স্মরণ সাহা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২৮ এপ্রিল ২০২৫

প্রথম একক অভিনয়ে স্মরণ সাহা

প্রথমবারের মতো মঞ্চ নাটকে একক অভিনয় করছেন স্মরণ সাহা। ‘কাদা মাটি’ নামের নাটকটি রচনা করেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিচ্ছেন দেবাশীষ ঘোষ। জাগরণী থিয়েটার প্রযোজিত এই নাটকটি আগামী জুন মাসে উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকারই কোনো এক থিয়েটার হলে। স্মরণ সাহা বলেন, ‘কাদা মাটি’ হচ্ছে জীবনের গল্প। অনিকেত পাল চমৎকার একটি নাটক রচনা করেছেন। যেহেতু এতে আমার একক অভিনয়, তাই নিজেকে আমি সেভাবেই প্রস্তুত করছি। চেষ্টা করছি সময় করে নাটকটির জন্য রিহার্সেল করা। কারণ একক নাটক একজন শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দর্শকের চোখ থাকে একজন শিল্পীর দিকেই। তাই কোনো রকম ভুল করা যাবে না। যে কারণে সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এর আগে আমি কখনো একক নাটকে অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও অভিনয়ে অনবদ্য স্মরণ সাহা। তিনি জানান, এরই মধ্যে তিনি আহসান আলমগীরের রচনা ও তপু খানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘মেজ ছেলে’র কাজ শুরু করেছেন। এ ছাড়াও শীঘ্রই নাগরিক টিভিতে প্রচারে আসবে মাসুদুর রহমান আদিত্য রচিত ও মঈন খান রূপী পরিচালিত নতুন ধারাবাহিক ‘এক্সট্রা হানিমুন’ নাটকটি। স্মরণ সাহা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শাকিব খানের সঙ্গে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত জাগরণী থিয়েটারের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। গত এগারো বছর যাবৎ এই দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিল সুলতান আহমেদের পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। জাগরণী থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’, ‘রাজার চিঠি’, ‘বিচ্ছু’, ‘বুদ্ধু’, ‘একটি আধুনিক রাক্ষস’ নাটকে।

প্যানেল

×