ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

‘বর্ষা সুন্দরী অপরূপা’ চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২৮ এপ্রিল ২০২৫

‘বর্ষা সুন্দরী অপরূপা’ চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা

ভোলার মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী গত ১৯ এপ্রিল নেপালে অনুষ্ঠিত (দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা) বর্ষা সুন্দরী সিজন ফোর অপরূপা প্রতিযোগিতায় সর্বশেষ গ্র্যান্ড ফিনালেতে আসা দশজনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন। অল্প কিছু দিনের মধ্যেই রাজধানীর এআইইউবিতে তিনি তার বিশ^বিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। তবে প্রিয়াঙ্কা চৌধুরীর স্বপ্ন পড়াশোনার পাশাপাশি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করা। আগামীর স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রিয় প্রিয় শিল্পীর অভিনয়ই আমি দেখেছি। তাদের অভিনয় দেখে দেখে নিজের মনের মধ্যে স্বপ্ন বুনেছি একদিন আমিও অভিনয় করব, তাদের মতো বড় শিল্পী হব। সেই স্বপ্ন নিয়েই একটি প্ল্যাটফরমের মধ্য দিয়ে নিজের মেধাকে ও সৌন্দর্যকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি বর্ষা সুন্দরী অপরূপার মাধ্যমে। আমি জানি এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান আমাকে তাদের প্রতিষ্ঠানের কাজ করার মধ্য দিয়ে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার অুনপ্রেরণা দিয়েছে। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে সেলিব্রিটিস চয়েজ। আমার বিশ্বাস ভালো গল্প পেলে এবং মনের মতো চরিত্র পেলে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারব। বাকিটা সময়ই বলে দেবে।
এরই মধ্যে প্রিয়াঙ্কা রাসেল শিকদার অঙ্কুুরের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। একটি প্রতিষ্ঠানের বাটার, এসএমসি ড্রিংক ওয়াটারসহ বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি রাজধানীর গুলশানে অবস্থিত সেলিব্রিটিস চয়েজ ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও আরও কয়েকটি প্রথিতযশা ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি। এস হাউজের পণ্যের প্রচারে ফটো শূটেই শুধু অংশগ্রহণ করেছেন প্রিয়াঙ্কা।

প্যানেল

×