
ছবি: সংগৃহীত।
কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বহু তারকা এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এবার সেই প্রতিবাদের সুরে সুর মিলিয়ে লন্ডন সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
সোমবার (২৮ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সালমান খান জানান, আগামী মে মাসে ম্যানচেস্টার ও লন্ডনে নির্ধারিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ আপাতত স্থগিত করা হয়েছে। তিনি শেয়ার করা পোস্টারে বড় অক্ষরে লেখা ছিল— "স্থগিত"।
পোস্টের ক্যাপশনে সালমান লেখেন, “কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার ও লন্ডনে অনুষ্ঠিতব্য 'দ্য বলিউড বিগ ওয়ান শো' স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুঝি, আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য কতটা অপেক্ষায় ছিলেন। তবে এই শোকের মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়াই উপযুক্ত মনে করেছি। কারও যদি এতে হতাশা বা অসুবিধা হয়, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শিগগিরই অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।”
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে সালমান খান ছাড়াও মঞ্চ মাতানোর কথা ছিল বলিউডের আরও কয়েকজন তারকার— যেমন, বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি স্যানন এবং সুনীল গ্রোভার।
নুসরাত