ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

যে কারণে নিজের মূত্র পান করেছিলেন পরেশ রাওয়াল!

প্রকাশিত: ১১:২৮, ২৮ এপ্রিল ২০২৫

যে কারণে নিজের মূত্র পান করেছিলেন পরেশ রাওয়াল!

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি তার ক্যারিয়ারের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ১৯৯০-এর দশকে 'ঘাতক' ছবির শুটিং চলাকালে হাঁটুর মারাত্মক আঘাত পাওয়ার পর দ্রুত সুস্থতার জন্য তিনি নিজের মূত্র পান করেছিলেন।​

ঘটনাটি ঘটে রাকেশ পান্ডের সঙ্গে একটি দৃশ্যের শুটিং চলাকালে। আঘাত পাওয়ার পর পরিচালক তিন্নু আনন্দ ও অভিনেতা ড্যানি দেনজোংপা তাকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।​

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশ রাওয়াল তার ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগে ছিলেন। মনে করেছিলেন, হয়তো আর কখনও অভিনয়ে ফিরতে পারবেন না। ঠিক তখনই প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাকে দেখতে আসেন এবং বিশেষ এক পরামর্শ দেন—প্রতিদিন সকালে নিজের মূত্র পান করতে। বীরু দেবগণের যুক্তি ছিল, বহু যোদ্ধারাই নাকি শরীরের দ্রুত আরোগ্যের জন্য এমন পদ্ধতি অনুসরণ করে থাকেন।​

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, বীরু দেবগণ তাকে অনুরোধ করেছিলেন মদ্যপান, তামাক সেবন এবং খাসির মাংস খাওয়া বন্ধ করতে। পাশাপাশি নিয়মিত খাবারের সঙ্গে সকালে প্রথম কাজ হিসেবে নিজের মূত্র পান করার নির্দেশ দিয়েছিলেন। পরেশ জানান, তিনি তখন এমন এক মানসিক অবস্থায় ছিলেন যে, সুস্থ হওয়ার জন্য যা করা প্রয়োজন, তা বিনা দ্বিধায় মেনে নিতে প্রস্তুত ছিলেন।​

এই অভিজ্ঞতা পরেশ রাওয়ালের জীবন ও ক্যারিয়ারে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। তিনি তার সুস্থতা ও পুনরায় অভিনয়ে ফিরে আসার জন্য বীরু দেবগণের পরামর্শ ও সহায়তাকে চিরকাল স্মরণ করবেন।​

 

শিহাব

×