
ছবি: সংগৃহীত
একযুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একটা সময় মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করে দর্শকের নজরে আসেন এই নায়িকা। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোম্যান্টিক ছবিতেও কাজ করেছেন তিনি। তবে বর্তমানে তার ব্যস্ততা বড় পর্দা নিয়ে থাকলেও ববির শুরুটা ছিল মডেলিং দিয়েই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিনোদন আড্ডায় উপস্থাপক ববির কাছে জানতে চান ঈদে উপহার, সালামি অনেক কিছু পাওয়া যায় এটা একটা রীতি বা রিচুয়াল, সে (ববির বয়ফ্রেন্ড) কী দিলো এবার? এমন প্রশ্নে ববি জানান, সে-টা কে সেটাই তো আমি খুঁজে পাচ্ছিনা। এখন নেয়ার থেকে দিতে হয় বেশি। জানান এখন পর্যন্ত সবচেয়ে দাবি গিফটটাও নাকি এই নায়িকার বাবাই দিয়েছেন।
শিহাব