
রক তারকা সংগীতশিল্পী মিলা ইসলাম, দীর্ঘদিন ধরেই একক জীবন কাটাচ্ছেন। কিন্তু বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন এ তারকা।
মিলা ইসলাম বলেন, অনেকদিন ধরেই অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞাসা করছে না―আপনার কী প্রেম হয়েছে, কখন বিয়ে করছেন? আপনি কী করছেন এখন, কখন বিয়ে হবে আপনার?
এ সংগীতশিল্পী বিয়ের ব্যাপারে বলেন, সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করা বেশ কঠিন কাজ। বিয়ে হওয়া গুরুত্বপূর্ণ না, এই মুহূর্তে একজন জীবনসঙ্গী দরকার, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান। আমি চাই যে, গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি তাকে দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক। শেষে বলব, পশু-পাখির জন্য মায়া থাকতে হবে।
মিলা ইসলাম বলেন, আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে। আমাদের মা-বাবার সময় তারা এক রকমের সংসার করেছে। এখনকার জেনারেশন আরেকভাবে সংসার করে।
এ রক তারকা বলেন, যদি টাকা থাকে তাহলে আমার সব আছে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ। তবে টাকাওয়ালা জামাই চাই না আমি।
ফুয়াদ