ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ওটিটিতে সিনেমা ও সিরিজ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ২৮ এপ্রিল ২০২৫

ওটিটিতে সিনেমা ও সিরিজ

.

চলতি সপ্তাহে ওটিটির সিরিজ ও সিনেমায় যা রয়েছে তারই কিছু অংশ তুলে ধরা হলো। এক যুগ আগে সাভারে রানা প্লাজা ভবন ধসে সহস্রাধিক মানুষের হতাহতের ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি সুতার জবানবন্দি’ এসেছে চরকিতে। এছাড়া দুর্বৃত্তদের ষড়যন্ত্র আর বাঁচার লড়াইয়ের গল্প দেখাবে জাপানি থ্রিলার সিনেমা ‘বুলেট ট্রেন এক্সপ্লোশন’। যুদ্ধ ও বিদ্রোহের আবহে স্টার ওয়ার্স সিরিজের ‘অ্যানডোর সিজন টু’ ও ফিরেছে নতুন কাহিনীতে। পাশাপাশি হীরা চুরির গল্প নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডি অভিনেতা সাইফ আলী খানের ‘জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস’।

‘একটি সুতার জবানবন্দি’ নামের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক কামার আহমাদ সাইমন। শিনজি হিগুচি পরিচালিত ‘বুলেট ট্রেন এক্সপ্লোশন’ জাপানি অ্যাকশন থ্রিলার সিনেমা। এটি ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বুলেট ট্রেন’ সিনেমার রিমেক। এতে অভিনয় করেছেন শুয়ুশি কুসানাগি, কানাতা হোসোদা, নন, জুন কানামি। নেটফ্লিক্সে গত বুধবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। জিও হটস্টারে দেখা যাচ্ছে ‘অ্যানডোর সিজন টু’ সিরিজ। ২০২২ সালে মুক্তির পর সাড়া ফেলে ‘অ্যানডোর : আ স্টার ওয়ারস স্টোরি’। ২২ এপ্রিল মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম তিন পর্ব। এবারের পর্বগুলো পরিচালনা করেছেন অ্যারিয়েল ক্লেইম্যান, জানাস মেটৎজ ও আলোনসো রুইজপালাসিওস। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বহুমূল্য এক হীরা চুরির গল্পের হিন্দি সিনেমা ‘জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস’। কোকি গুলাতি ও রুবি গাড়েওয়াল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলী খান, নিকিতা দত্ত, কুনাল কাপুর।

×