ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আরণ্যকের নতুন নির্বাহী কমিটি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২৮ এপ্রিল ২০২৫

আরণ্যকের নতুন নির্বাহী কমিটি

.

দেশের নন্দিত নাট্য সংগঠন আরণ্যক। স্বাধীন বাংলাদেশে আরণ্যকের নাট্যচর্চায় যাত্রা শুরু  ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা। সেই থেকে ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ হাতিয়ার’ স্লোগানে বাংলাদেশের নাট্যাঙ্গনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছে দলটি। হারুন রশীদকে প্রধান সম্পাদক করে আরণ্যকের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। আগামী দুই বছর এই কমিটির  নেতৃত্বে আরণ্যকের সব ধরনের কর্মযজ্ঞ পরিচালিত হবে। কমিটিতে শেখ জিয়াদুল হককে অর্থ সম্পাদক, মরু ভাস্করকে প্রযোজনা সম্পাদক, অপু  মেহেদীকে প্রশিক্ষণ সম্পাদক এবং রুবলী চৌধুরীকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া সম্পাদকমন্ডলীর সহযোগী হিসেবে রয়েছেন শামীমা শওকত লাভলী, হাসিম মাসুদ ও সুজাত শিমুল। নাট্যদলটির জ্যেষ্ঠ সদস্য চঞ্চল  চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ, সিনিয়র সদস্য আজিজুল হাকিম, ঠান্ডু রায়হান, পরিমল মজুমদার, দিলু মজুমদারসহ দলের সদস্যবৃন্দ।
আরণ্যকের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ৫৩ বছর আগে যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আরণ্যক যাত্রা শুরু করেছিল, তার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হয়েছে আরও নতুন নতুন স্বপ্ন ও আকাক্সক্ষা। নতুন এই সম্পাদকমণ্ডলী সেই নতুন স্বপ্ন বাস্তবায়ন ও সুন্দর আগামীর দিকে আরণ্যককে এগিয়ে নিয়ে যাবে।

প্যানেল

×