
দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাটারিচালিত রিকশার চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। সরকার একাধিকবার এ বাহন নিষিদ্ধ করার উদ্যোগ নিলেও তাতে তেমন সফলতা আসেনি। বর্তমানে রাজধানীর মূল সড়কেও ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচল করছে, ফলে শহরের ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এ নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করতে এগিয়ে এসেছেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, "টেসলা খ্যাত ব্যাটারিচালিত রিকশায় জনজীবন দুঃসহ, সরকার আত্মসমর্পণ করেছে, এদের প্রতিরোধের সময় চলে এসেছে।"
তার এই মন্তব্য দ্রুত ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকে স্ট্যাটাসটিকে "সময়োপযোগী" আখ্যা দিয়েছেন। যদিও কয়েকজন মন্তব্য করেছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের আগে চালকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা উচিত। উত্তরে আসিফ প্রশ্ন ছুঁড়ে দেন, "এর আগে তাদের কী কর্ম ছিল?"
রাজু