ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দীপিকা শাহরুখের সাবেক প্রেমিকা, সুহানার মা!

প্রকাশিত: ১৪:৩৬, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫০, ২৭ এপ্রিল ২০২৫

দীপিকা শাহরুখের সাবেক প্রেমিকা, সুহানার মা!

ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক থাকলেও, সম্প্রতি তিনি নিজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন একসময় শোনা গেলেও, প্রিয়াঙ্কা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর সেই আলোচনা থেমে যায়। অন্যদিকে, শাহরুখের সঙ্গে কাজলের গভীর বন্ধুত্বের কথা শোনা যায়। তবে, পাঠান সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার রোমান্স সিনেপ্রেমীদের মন জয় করেছিল।

এবার শাহরুখ খান নতুন সিনেমা 'কিং'-এ অভিনয় করতে যাচ্ছেন, যেখানে তার সঙ্গে থাকবেন মেয়ে সুহানা খান। এই সিনেমার মাধ্যমে সুহানা তার বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছেন। প্রথমে শোনা গিয়েছিল যে, এই সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ, তবে পরবর্তীতে 'পাঠান' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই সিনেমার দায়িত্ব নিয়েছেন। শাহরুখ খান এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন, যেখানে তিনি একজন অভিজ্ঞ গুন্ডা হিসেবে সুহানাকে তার জীবনের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবেন। এই সিনেমার মাধ্যমে বাবা-মেয়ে জুটি হিসেবে পর্দায় উপস্থিত হবেন।

শোনা যাচ্ছে, ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন, ‘দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।’

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন আবারও 'পাঠান ২' সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন। এই সিনেমার চিত্রনাট্য ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শুটিং শুরু হবে। তবে, 'পাঠান ২' সিনেমার জন্য পরিচালক এখনও নির্ধারিত হয়নি। শাহরুখ খান 'কিং' সিনেমার শুটিং শেষ করার পর 'পাঠান ২' সিনেমার শুটিং শুরু করবেন।

এই নতুন প্রকল্পগুলোতে শাহরুখ খান তার অভিনয় দক্ষতা এবং পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত।

শিহাব

×