ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলার পর আদনান সামির কনসার্ট বয়কটের ডাক

প্রকাশিত: ১২:১৪, ২৭ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলার পর আদনান সামির কনসার্ট বয়কটের ডাক

ছবি: সংগৃহীত।

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবির মধ্যেই এবার বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির কনসার্ট বয়কটের ডাক দিলেন নেটিজেনরা।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আদনান সামির কনসার্টের আয়োজন করা হয়েছে। তবে টিকিট বুকিং সাইটে দেখা গেছে, অনেকেই এই কনসার্ট বর্জনের ডাক দিচ্ছেন। মন্তব্য ঘরে স্পষ্টভাবে ফুটে উঠেছে অসন্তোষ—"বয়কট" শব্দটি বারবার উঠে এসেছে মন্তব্যকারীদের লেখায়।

একজন লিখেছেন, "এই গায়কের শিকড় কি পাকিস্তানে? তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব?" আরেকজন লিখেছেন, "তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার অতীত ভুলে যাওয়া উচিত নয়।"

আরেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, "অরিজিত্‍ সিং আর শ্রেয়া ঘোষাল যেখানে কনসার্ট বাতিল করেছেন, সেখানে আদনান সামি কীভাবে অনুষ্ঠান করছেন?"

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। ২০১৯ সালের পর এটি কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

নুসরাত

×