ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

একইসাথে তিন তিনটি সংসার নষ্ট করেছে রিয়ামনি, অভিযোগ হিরো আলমের

প্রকাশিত: ১০:৫১, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৫১, ২৭ এপ্রিল ২০২৫

একইসাথে তিন তিনটি সংসার নষ্ট করেছে রিয়ামনি, অভিযোগ হিরো আলমের

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি হিরো আলম তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী সম্পর্কের বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, তার বাবা মারা যাওয়ার পরই তার এবং রিয়ামনির সম্পর্ক ভেঙে যায় এবং তাদের ডিভোর্স হয়ে যায়। হিরো আলম দাবি করেন, রিয়ামনি তিনটি সংসার নষ্ট করেছেন এবং তার জীবনে নানা সমস্যার সৃষ্টি করেছেন।

হিরো আলম বলেন, "রিয়ামনি একজন মেয়ে যিনি তার ড্যান্স পার্টনারের সঙ্গে সম্পর্কের কারণে নিজের সংসার এবং আরও দুটি সংসার নষ্ট করেছেন।" তিনি আরও বলেন, রিয়ামনি যে ছেলের সাথে ডান্স ভিডিও বানাইছে তার স্ত্রী হলো ইতি, রিয়ামনি তার পার্টনারের সঙ্গে সম্পর্ক করে তাদের জীবন ক্ষতিগ্রস্ত করেছেন এবং একাধিক বার তাকে মানসিক ও শারীরিকভাবে টর্চার করেছেন তার পার্টনার। আরেকজন যে আমার বাবাকে দেখাশোনা করতেন, তিনি মনে করেন তাকে তার স্বামী বাসায় নিচ্ছে না, তার স্বামী দাবি করছেন আমার সাথে তার সম্পর্ক, এখন তিনি বলছেন তাকে আমার বিয়ে করতে হবে। 

 

তথ্যসূত্রঃ https://youtu.be/0Qk4FyhRAB0?si=Oy5t-j8cC89cW6Qz

মারিয়া

×