ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মিজানের একাধিক নাটকে তন্ময় সোহেল

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২৬ এপ্রিল ২০২৫

মিজানের একাধিক নাটকে তন্ময় সোহেল

তন্ময় সোহেল, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা। পরিচালক আদিবাসী মিজানের নাটকে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। এবার এই পরিচালকের পরিচালনায় একক দশটি নতুন নাটকে অভিনয় করেছেন তন্ময় সোহেল। এগুলো হচ্ছে ‘বেক্কলের ঈদ’, ‘অটো বেক্কল’, ‘ভয়ঙ্কর বেক্কল’, ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’, ‘পুষ্পা আক্তার’, ‘জমজ লেডি’, ‘সাপে নেওলে’, ‘সন্দেহভাজ জামাই’, ‘বোবা বয়ড়ার বিয়ে’ ও ‘ভিক্ষুক’। সবগুলো নাটকের রচয়িতাও আদিবাসী মিজান। তন্ময় সোহেল বলেন, বলা যায় এই দশটি নাটকেই আমরা তিনজনই মূলত অভিনয় করেছি। আমি ছাড়া আরও দু’জন শিল্পী হলেন শামীম নাজনীন আপা ও মানসী প্রকৃতি। মিজান ভাই তিনি ভীষণ শ্রম দিয়ে অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে নাটকগুলো নির্মাণ করেছেন। আমার বিশ্বাসই শুধু নয় আমার ভীষণ প্রত্যাশা যে এই নাটকগুলো দর্শকের মধ্য দারুণ সাড়া ফেলবে। আর আমি এর আগেও মিজান ভাইয়ের নির্দেশনায় বেশকিছু সাড়া জাগানো নাটকে অভিনয় করেছি। আরেকটা কথা বলতে চাই, বিগত এক বছরেরও বেশি সময় আমি তার হাতে কলম দেখিনি। তিনি তৎক্ষণাৎ যে চমৎকার সংলাপ বলেন এবং নাটকের যে সিচুয়েশন তৈরি করেন তা এক কথায় দুর্দান্ত। আমি তার ভীষণ ভক্ত।

প্যানেল

×