
বাংলাদেশের চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত। তার পরেও এ নায়িকার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। বিশেষ করে তার সৌন্দর্যের কারণে এখনো তিনি সমাদৃত। অভিনেত্রী হিসেবে পূর্ণিমার আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও এই অভিনত্রী অনেকদিন অভিনয় থেকে দূরে। কবে তিনি অভিনয়ে ফিরবেন, সেটিও অজানা। তবে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শো সেরা রঁাঁধুনীর বিচারক হয়ে পর্দায় ফিরলেন তিনি। মাছরাঙা টেলিভিশনে কয়েক মাস ধরে এর প্রচার শুরু হলেও পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি। এ বিষয়ে পূর্ণিমা বলেন, এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন। উল্লেখ্য, পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে নির্মাণাধীন। তবে কবে নির্মাণ কাজ শেষ হবে, সে বিষয়ে রয়েছে সংশয়।
প্যানেল