ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

তুমি না থাকলে আমার জীবনটা অন্যরকম হতো, কাকে বললেন সালমান মুক্তাদির?

প্রকাশিত: ১২:৪১, ২৬ এপ্রিল ২০২৫

তুমি না থাকলে আমার জীবনটা অন্যরকম হতো, কাকে বললেন সালমান মুক্তাদির?

ছবিঃ সংগৃহীত

ইউটিউবের ২০ বছর পূর্তি উপলক্ষে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, "ধন্যবাদ, এক হতাশার দুনিয়ায় আশার আলো হয়ে ওঠার জন্য। তুমি না থাকলে আমার জীবন সম্পূর্ণ  অন্যরকম হতো। বিশ্বাসই করতে পারছি না, এমন একটি পোস্ট করতে গিয়ে এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছি। কখনও ভাবিনি, কোনো একটি প্ল্যাটফর্ম মানুষের মনে এত গভীর প্রভাব ফেলতে পারে।"

পোস্টে সালমান জানান, ইউটিউব তার জীবনে শুধু একটি প্ল্যাটফর্ম নয়—বরং হতাশার মধ্যে আশার নাম। তিনি বিশ্বাস করেন, ইউটিউব না থাকলে তার জীবন একেবারেই ভিন্ন হতো।
সালমান মুক্তাদির ইউটিউবকে কেবল সাফল্যের মাধ্যম হিসেবে দেখেন না, বরং এটিকে তিনি নিজের আবেগ, জীবনের পথ খোঁজার একটি বড় উৎস বলেই মনে করেন।

২০০৫ সালে যাত্রা শুরু করা ইউটিউবের হাত ধরে বিশ্বের লাখো মানুষ নিজেদের চিনিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। সালমান মুক্তাদির সেইসব মানুষদের একজন, যাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/12JxyxLgf7w/

মারিয়া

×