ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

এবার ময়ূখকে ‘গাধা’ বললেন ঋত্বিক!

প্রকাশিত: ১০:২৩, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:২৩, ২৬ এপ্রিল ২০২৫

এবার ময়ূখকে ‘গাধা’ বললেন ঋত্বিক!

ছবি: সংগৃহীত

ভারতের বিতর্কিত সংবাদ উপস্থাপক ও রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট ময়ূখ রঞ্জন ঘোষ একাধিকবার সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার চটকদার উপস্থাপনা, চিৎকার করে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন এবং বাংলাদেশ ও ধর্মীয় ইস্যুতে বিতর্কিত মন্তব্যের কারণে। দুই বাংলার বহু সাংবাদিক ও সাধারণ দর্শক তাকে মূলধারার সাংবাদিকতা থেকে বিচ্যুত বলে মনে করেন।

এই প্রেক্ষাপটে এবার ময়ূখ রঞ্জন ঘোষকে পরোক্ষভাবে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা হৃতিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হৃতিক লেখেন, “ধরুন একটি গাধার নাম দিলেন ময়ূর। আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন। তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন।”

এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ধরে নিচ্ছেন, অভিনেতা ময়ূখ রঞ্জন ঘোষকেই গাধা উপমায় বিদ্ধ করেছেন। ফেসবুকের মন্তব্য বিভাগে সাধারণ দর্শকরা হৃতিকের রসবোধকে স্বাগত জানালেও অনেকে এটিকে একজন পেশাদার সংবাদকর্মীকে অপমানের শামিল বলেও অভিহিত করেছেন।

তবে এখনো পর্যন্ত ময়ূখ রঞ্জন ঘোষ এই ব্যঙ্গাত্মক পোস্ট সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি। নেটিজেনদের একাংশ এটিকে বছরের অন্যতম সেরা স্যাটায়ার হিসেবে অভিহিত করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকতার গুণগত মান নিয়ে যেখানে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে, সেখানে এই পোস্ট নতুনভাবে বিতর্ক উসকে দিল বলেই মনে করছেন অনেকে।

আবীর

×