ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

হৃদরোগ সার্জনের চাকরি ছেড়ে ভারতে ফিরেছিলেন মাধুরীর স্বামী ডাঃ নেনে, পরিবারের ছিল অসন্তুষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৩, ২৬ এপ্রিল ২০২৫

হৃদরোগ সার্জনের চাকরি ছেড়ে ভারতে ফিরেছিলেন মাধুরীর স্বামী ডাঃ নেনে, পরিবারের ছিল অসন্তুষ্টি

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ডাঃ শ্রীরাম নেনে সম্প্রতি জানিয়েছেন, কীভাবে তাঁর সফল হৃদরোগ সার্জনের পেশা ছেড়ে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত পরিবারে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। ২০১১ সালে তিনি আমেরিকার ডেনভারে তাঁর স্থায়ী চিকিৎসা পেশা ত্যাগ করেন এবং ভারত ফিরে আসেন, যেখানে মাধুরী তাঁর চলচ্চিত্রে পুনরাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন।

ডাঃ নেনে বলেন, “আমার মা-বাবা খুব একটা খুশি ছিলেন না। তাদের কাছে এটা ছিল একেবারে নিখুঁত একটা জীবন-হাসপাতালের প্রধান, প্রচুর বন্ধু, প্রতিষ্ঠিত ক্যারিয়ার। কিন্তু আমি ভাবলাম, বছরে সর্বোচ্চ ৫০০ রোগীকে সার্জারি করতে পারি, তাতে কি সত্যিই বড় পরিসরে মানুষের উপকার হচ্ছে?”

তিনি জানান, কিশোর বয়সে তিনি প্রযুক্তি উদ্যোক্তা ছিলেন এবং স্বাস্থ্যসেবাকে মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন তাঁকে নতুন পথে এগোতে অনুপ্রাণিত করে।

“আমি ভাবলাম, যদি প্রতিটি মানুষের পকেটে একেকজন ডাক্তারকে পৌঁছে দেওয়া যেত! স্বাস্থ্যসেবাকে প্রযুক্তির মাধ্যমে সর্বত্র পৌঁছে দেওয়াই ছিল আমার লক্ষ্য,” বলেন ডাঃ নেনে।

তাঁর এই পেশাগত পরিবর্তনে সহকর্মীরা হতবাক হন এবং পরিবারও প্রথমে সমর্থন করেনি। তবে পরে তাঁর উদ্যোগ সফল হতে শুরু করলে পরিবারের সদস্যরাই তাঁর স্টার্টআপে বিনিয়োগ করতে চেয়েছিলেন।

ভারতে ফিরে এসে ডাঃ নেনে প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্য উদ্যোগে মনোনিবেশ করেন, আর মাধুরী দীক্ষিত সিনেমা ও রিয়্যালিটি শো-তে নিয়মিতভাবে অংশ নেওয়া শুরু করেন।

মুমু

×