
ছবি: সংগৃহীত
ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বরবাদ’ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের তৃতীয় সিনেমা। ইধিকার বড় পর্দার ক্যারিয়ার শুরু দুই বছর আগে, শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে। মাঝে গত বছর কলকাতায় দেবের বিপরীতে করেছেন ‘খাদান’।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ইধিকা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। অভিনেত্রী বলেন, প্রিয়তমা এবং শাকিব খানের কারণেই বাংলার মানুষ তাকে চিনেছে।
ইধিকা বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। যেটা আমার কাছে একচুয়ালি আনক্সপেক্টেড ছিল। বিষয়টি আসলে আমাকে অনেকটাই আবেগী করে। কারণ বাংলাদেশের মানুষ আমাকে চিনেইছে হয়তো শাকিব খানের জন্য।’
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘উনি আমাকে যোগ্য ভেবেছেন। 'প্রিয়তমা' এবং 'বরবাদ' এর এর মতো দুটো বড় প্রজেক্টে পার্ট হতে পারে আমি কৃতজ্ঞ।’
সূত্র: https://www.facebook.com/share/v/15BRajLXFb/
রাকিব