ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রোমান্সের দৃশ্যে শাকিব সিরিয়াস থাকেন, নাকি ডুবে যান? লজ্জা পেয়ে যা বললেন ইধিকা

প্রকাশিত: ২৩:২৪, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২৪, ২৫ এপ্রিল ২০২৫

রোমান্সের দৃশ্যে শাকিব সিরিয়াস থাকেন, নাকি ডুবে যান? লজ্জা পেয়ে যা বললেন ইধিকা

ছবি: সংগৃহীত

ঈদে দেশে সবচেয়ে বেশি হলে প্রদর্শনী চলেছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমাটির। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের বড় পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে, শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে।

‘বরবাদ’ শাকিব খানের সঙ্গে ইধিকার তৃতীয় সিনেমা, মাঝে গত বছর দেবের বিপরীতে করেছেন ‘খাদান’। ইধিকার তিন সিনেমাই ব্যবসা সফল, পাশাপাশি তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে বেশ।

সম্প্রতি বাংলাদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। ‘শাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন, নাকি রোমান্সে ডুবে যান?’ এমন প্রশ্নে কিছুটা লজ্জা পান অভিনেত্রী।

তিনি বলেন, ‘রোমান্সে ডুবে যান কিনা, সেটা তো ওনাকে (শাকিব) জিজ্ঞেস করতে হবে। তবে আমি ওনাকে যতদূর দেখেছি, শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। একটু ইন্ট্রোভার্ট উনি, কাজের প্রতি ভীষণ সিরিয়াস। কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন।’

এছাড়া, শাকিব খান শুটিং সেটে খুব একটা হাসিঠাট্টা করেন না জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘তবে হ্যাঁ, যখন দেখেন সবাই খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে বা সবাই খুব একটা সিরিয়াস মুডে চলে গেছে, তখন উনি একটু চেষ্টা করেন যে হাসিটাট্টা করে পরিবেশটা হালকা করার।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=0HDxX1Pwfe0

রাকিব

×