ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কুকুরকে বারবিকিউ খাওয়াতে দীর্ঘদিন পরে পর্দায় আসছেন আরেফিন শুভ

প্রকাশিত: ২০:৪৪, ২৫ এপ্রিল ২০২৫

কুকুরকে বারবিকিউ খাওয়াতে দীর্ঘদিন পরে পর্দায় আসছেন আরেফিন শুভ

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় ফিরছেন আবারও। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ১৯ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছেন তিনি। এটি তার নতুন সিনেমা নীলচক্রের সম্ভাব্য ইঙ্গিত বলা যায়।

টিজারটিতে শুভকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে, যেখানে তিনি একটি ধাওয়ার দৃশ্যে অংশ নিচ্ছেন। যা দেখে ধারণা করা যায় যে, তিনি আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্যের ভূমিকায় অভিনয় করছেন এই চলচ্চিত্রে। এই টিজারটি ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন ওয়েলকাম ব্যাক।

নীলচক্র সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। এতে আরিফিন শুভর পাশাপাশি আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি প্রমুখ। সিনেমাটির কাহিনী সমসাময়িক এবং প্রযুক্তির সাথে রক্তের মিশ্রণে একটি গা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছে।

পরিচালক মিঠু খান গণমাধ্যমে জানিয়েছেন, নীলচক্র সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে আরিফিন শুভ অনেকদিন পর তার ভক্তদের সামনে হাজির হচ্ছেন, যা ঢালিউডে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করা যায়।

 

আরশি

×