ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বর্ণালী সরকারের নতুন গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ২৫ এপ্রিল ২০২৫

বর্ণালী সরকারের নতুন গান

কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের নতুন গান ‘তুমি দূর আকাশের তারা’ প্রকাশ পেয়েছে প্রজাপতি মিউজিক অ্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন এফ আই অনন্ত ও সুর করেছেন শিল্পী নিজেই। এর সংগীতায়োজন করেছেন সালমান শেখ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এরশাদ রোহান। এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, রোমান্টিক ঘরনার গানটির কথাগুলো চমৎকার। এফ আই অনন্ত ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। সংগীতায়োজন করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর সালমান শেখ। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। নির্মাতা এরশাদ রোহান বলেন, কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে, বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার ভালো লাগবে।

প্যানেল

×