ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সালমার ‘দিল দিওয়ানা’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ২৫ এপ্রিল ২০২৫

সালমার ‘দিল দিওয়ানা’

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। সম্প্রতি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে তার গাওয়া ‘দিল দিওয়ানা’ গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন মো. জামাল হোসেন। গানটির সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটির বর্ণাঢ্য আয়োজনের মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে সালমা আছেন। আবার ভিডিতে সালমার কণ্ঠে লিপ মিলিয়েছেন প্রণমি নাফি।
গানটি প্রসঙ্গে সালমা বলেন, শ্রদ্ধেয় জামাল ভাইয়ের লেখা ‘আনাড়ি কারিগর’ গানটি আমার প্রিয় একটি গান। তবে এবার যে গানটি তিনি আমাকে উপহার দিয়েছেন এটি আমার স্টেজ শোয়ের জন্য পারফেক্ট। গানটির চমৎকার মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাই। ‘দিল দিওয়ানা’র কথা সুর সংগীত এবং মিউজিক ভিডিও সবমিলিয়েই আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে। মো. জামাল হোসেন বলেন, গানটি এই সময়কে বিবেচনা করেই লেখা। সালমার কথা ভেবেই গানটি লেখা। সালমা নিঃসন্দেহে খুব ভালো গান গায়। দিল দিওয়ানা তার কণ্ঠে অনবদ্য হয়ে উঠেছে। আশা করছি ভালো লাগবে শ্রোতা দর্শকের। এছাড়াও সালমা আরও বেশকিছু নতুন নতুন মৌলিক গানের কাজ করছেন। যা আগামী ঈদের আগে, ঈদ সময়ে এবং ঈদ পরবর্তী সময়েও প্রকাশ পাবে। এদিকে সালমা জানান, আগামী ১ মে শ্রমিক দিবসের দিন টঙ্গীতে এবং আগামী ১৬ মে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ডে স্টেজ শোতে গান গাইবেন তিনি।

প্যানেল

×