
নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনায় দর্শকনন্দিত নাটক ‘মার্ক্স ইন সোহো’ মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনুদিত নাটকটি নির্দেশনা দেন নায়লা আজাদ। দীর্ঘ বিরতির পর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জয়ন্তী উপলক্ষে নাটকটির পরপর তিনটি মঞ্চায়ন হবে নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১, ২ ও ৩ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।
নির্দেশক বলেন, পৃথিবীতে নানা বৈষম্য এখনো বিদ্যমান। শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, যেখানে মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং ভেতরে ভেতরে চিৎকার। রাষ্ট্রযন্ত্র দ্বারা হঠাৎ বাইরে বেরিয়ে আসা দু’একটি চিৎকারেরও টুটি চেপে ধরা, এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায় ? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি মৃত্যুর প্রায় ১০০ বছর পরে সোহোতে বা পৃথিবীতে ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে নাকি তার নামে চালু বদনামগুলো পরিষ্কার করতে ? এসবই জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও। দেড়শ’ বছর পেরিয়ে এসেও কী অসামান্য প্রাসঙ্গিক এবং জরুরি সেসব চিন্তা সেটা দেখানোই জিনের উদ্দেশ্য। নাটকটি শিক্ষার্থীদের জন্য পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে নির্দিষ্ট শ্রেণির টিকিটে থাকছে ৫০% ছাড়।
প্যানেল