ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

শখের নারীকে নিয়ে হিরো আলমের আবেগঘন স্ট্যাটাস!

প্রকাশিত: ২০:০৬, ২৫ এপ্রিল ২০২৫

শখের নারীকে নিয়ে হিরো আলমের আবেগঘন স্ট্যাটাস!

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এবং সমালোচিত অনলাইন এক্টিভিস্ট ও অভিনেতা হিরো আলম। সম্প্রতি তার বাবা মারা গিয়েছেন এবং তার তৃতীয় স্ত্রীর সাথেও মনোমালিন্য চলছে। এবার নিজের ফেসবুক পেজে দিলেন দুঃখের স্ট্যাটাস। ফেসবুকে হিরো আলম লিখেছেন, দুঃখ শোনার মানুষটাও যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখই দুঃখ মনে হয়না.! হায়রে শখের নারী। তবে ঠিক কাকে নিয়ে তার এই দুঃখ তা পোস্টে স্পষ্ট করেননি হিরো আলম।

ফারুক

×