ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারতীয় সাংবাদিক ময়ুখ রঞ্জনকে গাধা বললেন পশ্চিমবঙ্গের অভিনেতা

প্রকাশিত: ১৯:১১, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:১৫, ২৫ এপ্রিল ২০২৫

ভারতীয় সাংবাদিক ময়ুখ রঞ্জনকে গাধা বললেন পশ্চিমবঙ্গের অভিনেতা

ছবিঃ সংগৃহীত

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার বিতর্কিত সংবাদ উপস্থাপনের জন্য বরাবরই সমালোচিত হন। এমনকি বাংলাদেশের রাজনীতি নিয়ে  মিথ্যা তথ্য উপস্থাপন করে নেতিবাচকভাবে পরিচিতি পেয়েছেন।

এবার ময়ুখের প্রতি অতিষ্ঠ হয়ে তাকে গাধা বললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।

ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, কেউ কেউ দাবি করছেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।

ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও।

কখনও লাফিয়ে, কখনও দৌড়ে চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে সমালোচনায় থাকেন কালকাতার ময়ূখ রঞ্জন ঘোষ।

রিফাত

×