ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

অপু বলল, ‘বুবলি থাকতে আমি ভালো থাকি কী করে!’ – এই কথাই ছিল আমার টার্নিং পয়েন্ট: শাহরিয়ার নাজিম জয়

প্রকাশিত: ১৮:৫০, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫০, ২৫ এপ্রিল ২০২৫

অপু বলল, ‘বুবলি থাকতে আমি ভালো থাকি কী করে!’ – এই কথাই ছিল আমার টার্নিং পয়েন্ট: শাহরিয়ার নাজিম জয়

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলিকে ঘিরে বহুদিন ধরেই নানা বিতর্ক ও আলোচনা হয়ে আসছে। বিশেষ করে তাদের দুজনের ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েন এবং সামাজিক মাধ্যমে নানা মন্তব্য, দর্শকদের মনোযোগ কেড়েছে। সম্প্রতি এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি জানিয়েছেন, এই দ্বন্দ্বের মধ্যে অপু বিশ্বাসের একটি মন্তব্য ছিল তার উপস্থাপনা জীবনের একটি “টার্নিং পয়েন্ট।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে জয় বলেন, “অপু বিশ্বাস যখন বলেছিলেন, ‘বুবলি থাকতে আমি ভালো থাকি কী করে!’— তখন আমি বুঝতে পারলাম, এটাই আমার টার্নিং পয়েন্ট। জয় বলেন, ‘এই একটি কথাই আমাকে অন্যভাবে ভাবালো আর আমার অনুষ্ঠানকে একেবারে পিক লেভেলে নিয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘ওনারা খুবই জনপ্রিয় এবং দর্শক তাদের সম্পর্কে জানতে চায়। আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অপু বিশ্বাস, ও জায়েদ খান, এই দুইজন মানুষ বিরাট ভূমিকা রেখেছে। এটা আমি মন থেকে স্বীকার করি।’

উপস্থাপনা জগতে অনেকেই জয়ের সাধুবাদ জানিয়েছেন তার বোল্ড উপস্থাপনার জন্য, তবে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু এই সমালোচনাও তাকে নিয়ে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করেন তিনি। আর এই বিষয়টি তার ক্যারিয়ারেও গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে বলা যায়।

সূত্রঃ https://www.facebook.com/share/r/1JHkUupMua/

 

আরশি

×