ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

প্রেম ভাঙলেও ভেঙে পড়েননি সামিরা খান মাহি!

প্রকাশিত: ০০:২০, ২৫ এপ্রিল ২০২৫

প্রেম ভাঙলেও ভেঙে পড়েননি সামিরা খান মাহি!

ছবিঃ সংগৃহীত

চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। সম্পর্কের ভাঙনের পর মানসিকভাবে ভেঙে পড়লেও, তিনি নিজের কাছেই নিজের শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন দিনের পর দিন।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মাহি লিখেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোলড হওয়া, বোনের বিয়ের দায়িত্ব, আর নিজের সম্পর্কের টানাপোড়েনসব মিলিয়ে ভিতরটা একেবারে ভেঙে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এর দায় আমি এখন বহন করছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। এটা বলতে আমি ভয় পাই না যে আমার হৃদয় ভেঙেছে। আমি নিজের ভেতরে সেই ভাঙন অনুভব করছি।’

তবে এই দুর্বলতম সময়েও মাহি আশাবাদী। তিনি বলেন, ‘আমি এখন ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়।’

এক বছরের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মাহি ও সাদাত শাফি নাবিল। চার বছরের এই সম্পর্কের ইতি টানলেও, মাহির এই সাহসিকতা ও আত্মপ্রকাশ অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে।

সূত্রঃ https://www.facebook.com/share/1AZVDmXdzk/

আরশি

×