ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলার প্রতিবাদে পোস্ট, ভ্রমণের ছবি দিয়ে বিতর্কে সারা আলি খান

প্রকাশিত: ২২:৩৯, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলার প্রতিবাদে পোস্ট, ভ্রমণের ছবি দিয়ে বিতর্কে সারা আলি খান

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় উত্তাল কাশ্মীর। নিহত হয়েছেন বেশ কয়েকজন নিরীহ মানুষ। এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। প্রতিবাদে মুখর সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন অভিনেত্রী সারা আলি খান। তবে সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

সারা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “এমন নৃশংস ঘটনায় ভিতর থেকে কেঁপে উঠেছি। কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়, সেখানে এমন অশান্তি সত্যিই দুঃখজনক। আমি শান্তি চাই, পাশাপাশি দোষীদের বিচার চাই।” তবে পোস্টের সঙ্গে তিনি নিজের পুরনো কাশ্মীর ভ্রমণের কিছু ছবিও জুড়ে দেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।সমালোচকদের মতে, এমন একটি শোকাবহ মুহূর্তে নিজের আনন্দঘন ভ্রমণের ছবি পোস্ট করাটা চরম অসংবেদনশীলতা। কেউ তাকে ‘বোকা’ বলছেন, কেউ আবার দিচ্ছেন ‘সংবেদনশীলতার অভাব’ বলে তির্যক মন্তব্য। অনেকেই প্রশ্ন তুলেছেন, “এমন সময় নিজের ছবি দেওয়ার মানে কী? এটাই কি সহানুভূতির প্রকাশ?”

তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সইফ আলি খানের কন্যা। বিতর্কের মুখে চুপ থাকাই বেছে নিয়েছেন তিনি।

রাজু

×