ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সাদিয়া আয়মানের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ২২:০৮, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৭, ২৪ এপ্রিল ২০২৫

সাদিয়া আয়মানের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু আপত্তিকর ছবি আসলে ভুয়া ও বিকৃত বলে ফ্যাক্ট-চেকিং সূত্রে জানা গেছে। ছবিগুলোতে অভিনেত্রীর মুখমণ্ডল ব্যবহার করা হলেও, তা এআই প্রযুক্তির মাধ্যমে অন্য নারীদের দেহে প্রতিস্থাপন করা হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, সাম্প্রতিক সময়ে অন্তত ৮টি ছবি ছড়িয়ে পড়েছে, যাতে দুটি ভিন্ন পোশাকে থাকা নারীকে সাদিয়া আয়মান বলে দাবি করা হচ্ছে। তবে এসব ছবির উৎস বিশ্লেষণ করে দেখা গেছে, প্রকৃত ছবিগুলো ভারত ও বাংলাদেশে অবস্থানকারী দুই নারীর ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ‘স্নিগ্ধা সারথী’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২৬ জানুয়ারি প্রকাশিত কিছু ছবির সঙ্গে সাদিয়া আয়মানের মুখমণ্ডল এআই প্রযুক্তির সাহায্যে প্রতিস্থাপন করে ভুয়া ছবি তৈরি করা হয়েছে। উক্ত অ্যাকাউন্টের লোকেশন হিসেবে ভারতের উল্লেখ রয়েছে।

অন্যদিকে, ‘দিল মারিয়ান নেহা’ নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত কয়েকটি ছবির সঙ্গেও মিল পাওয়া গেছে আলোচিত দাবিকৃত ছবিগুলোর। একই নারীর একটি টিকটক ভিডিওতেও একই পোশাকে তাকে দেখা গেছে, যা ভাইরাল ছবিগুলোর সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ।
 

সায়মা ইসলাম

×