
ছবিঃ সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলি আবারও আলোচনায়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বুবলি খোলাখুলি জানান, ঠিক কোন বিষয়ে শাকিব খানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল তার।
বুবলি বলেন, ‘শাকিব খানকে প্রথমে আমি চিনতাম একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে। কিন্তু কাছ থেকে তাকে জানার পর দেখেছি, তিনি খুবই পরিশ্রমী, দায়িত্বশীল এবং পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল। এই গুণগুলোই আমাকে মুগ্ধ করেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘শুটিংয়ের সময় তার পেশাদারিত্ব, মানুষের প্রতি সম্মানবোধ এবং সহযোগিতার মানসিকতা—এসব দেখেই ধীরে ধীরে তার প্রতি অন্যরকম অনুভূতি তৈরি হয়।’
শাকিব-বুবলি জুটিকে ঘিরে বরাবরই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। তাদের একসঙ্গে কাজ করা সিনেমাগুলোর সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনা থেমে থাকেনি।
সাক্ষাৎকারে বুবলি জানান, ‘প্রথম সিনেমার শুটিং থেকেই লক্ষ্য করেছি, তিনি খুব কেয়ারিং। কখন কোন শট কীভাবে দিলে দর্শক গ্রহণ করবে, অনেক সময় আমাকে সেই নির্দেশনাও দিয়েছেন তিনি। সেখান থেকেই ভালো লাগার শুরু। তারপর প্রেম ও বিয়েতে গড়িয়েছে আমাদের সম্পর্ক।’
এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘পারিবারিক জীবন সবসময় ভালো যায় না। সব সম্পর্কেই সমস্যা দেখা ডেয়। কিন্তু পরে সব ঠিকও হয়ে যায়। আমরা আমাদের পরিবার নিয়ে ভালো আছি।’
তার এই স্বীকারোক্তি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে, নেটিজেনদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এখনো অনেকে নিশ্চিত নন যে শাকিব-বুবলি একসাথে থাকছেন নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে!
আরশি